আজকাল ওয়েবডেস্ক: তিন মাসের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। হ্যামস্ট্রিংয়ে চোট তাঁর। বাঁ পায়ে করতে হবে অস্ত্রোপচার। সেই কারণে স্টোকসকে এই তিন মাস ক্রিকেট মাঠে দেখা যাবে না।
নিউজিল্যান্ড সফরে গিয়ে নতুন করে চোটের কবলে পড়েন স্টোকস। ইংল্যান্ড-নিউজিল্যান্ড শেষ টেস্টের তৃতীয় দিনে বোলিং করার সময়ে স্টোকসের হ্যামস্ট্রিং ছেঁড়ে। এবার নিয়ে চলতি বছরই দু'বার হ্যামস্ট্রিং ছিঁড়ল ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেনের।
ইসিবি এক বিবৃতি দিয়ে জানিয়েছে জানুয়ারিতে অস্ত্রোপচার হবে স্টোকসের। আর তার জন্যই তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন স্টোকস।
স্টোকস নিজেও তাঁর চোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দুর্দান্ত ভাবে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন বহু যুদ্ধের সৈনিক।
আগামী মে মাসের আগে ইংল্যান্ডের কোনও টেস্ট নেই। এই চোটের লাল চোখ দেখার জন্যই ভারত সফরে ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্টোকসকে রাখা হয়নি।
